সিলেট প্রতিনিধি : সিলেট মহানগরীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে মহানগর বিএনপি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ঘোষণা করা হয়েছে।
বুধবার সকাল সোয়া ১০টায় সিলেট নগরীর দরগাগেইটে মিছিলপূর্ব সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিফতাহ বলেন, ‘খালেদা জিয়া ঘোষিত অবরোধ কর্মসূচি সফল করতে বুধবার সকালে দরগাগেইট থেকে মহানগর বিএনপির উদ্যোগে মিছিল বের হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বৃহস্পতিবার সিলেট মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।’
মিফতাহ সিদ্দিকী আরো জানান, পুরো সিলেট জেলায় হরতাল ঘোষণা করার জন্য জেলা বিএনপির সঙ্গে আলোচনা করবে মহানগর বিএনপি।
বদরুজ্জামান সেলিমের নেতৃত্বে বের হওয়া মিছিলটি দরগা গেইট থেকে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, আজমল বখত সাদেক, মিফতাহ সিদ্দিকী, মাহবুব চৌধুরী, মুকুল মুর্শেদ প্রমুখ।