বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও নামকস্থানের দয়াল ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায় নি। তবে তিনি বাসের সুপারভাইজার বলে জানা গেছে।
জানা যায়, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো ব ১১-০২৭৯) উপজেলার চারগাঁও নামক স্থানে পৌছলে মহাসড়কে থাকা পুলিশের চেকপোষ্ট দেখে চালক হার্ড ব্রেক করলে গাড়িটি উল্টে রাস্তা থেকে নিচে পড়ে গিয়ে বাসে থাকা গাড়ির সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসে থাকা আরও ১০ যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একদল সদস্য গাড়ির নিচ থেকে লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।