শাহজিবাজার থেকে সংবাদদাতা : মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুত উন্নয়ন বোর্ডের খেলার মাঠে ‘৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ৪৪ পদাতিক ব্রিগেড ৩৩ পদাতিক ডিভিশন’ এর ব্যবস্থাপনায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন লে. কর্ণেল আব্দুল হামিদ। ডাক্তার হিসাবে রোগীদের সেবা দেন ক্যাপ্টেন মাহমুদুল হাসান। তিনি জানান ১ম দিনে প্রায় ২ শত গরীব রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপসন ও ঔষধ দেয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চিকিৎসা সেবা চলবে।