এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় জিহাদ মিয়া (৮) নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে। সে ওই গ্রামের মহিউদ্দিনের পুত্র। বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। জিহাদ গতকাল ওই সময় বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।