এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার খড়কী গ্রামে আবারো সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় বাড়ি-ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোলা মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গত রোববার শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুইদল লোকের মাঝে জন আহত সংঘর্ষ বাধে। এতে ৪০ জন আহত হয়। এরপর পুলিশ দুই দফা অভিযান চালিয়ে গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এরই মধ্যে দুই দলের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সকালে পুনরায় পুর্ব বিরোধের জের ধরে গ্রামের ইউপি সদস্য মোনায়েম খান ও মারুফ মিয়ার লোকজনের সংঘর্ষ বাধে।
এতে মহসিন (২২), শাহজাহান মিয়া (৫৫), কামাল মিয়া (৪০) ও সাজেদা বেগম (৩৬) সহ কমপক্ষে ২০ জন আহত হয়। এ সময় প্রায় উভয়পক্ষের বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোলা মনির হোসেন জানান, খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছঁলে দাঙ্গাবাজরা পালিয়ে যায়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও পুলিশ মোতায়েন রয়েছে।