মোঃ রহমত আলী/এম এ আই সজিব ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার হলদারপুর গ্রামে মোবাইল ফোন রিচার্জ করার ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ৩ঘন্টা ব্যপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক দাঙ্গাবাজ লোক আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে এ সংর্ঘষের সূত্রপাত শুরু হয়। দফায় দফায় দুপুর সাড়ে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।
খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল কাইয়ুম (৩০), জহুর আলী (৪০), আতাউর (৩৫), কামরুল হাসান (৫০), তোফাজ্জল (২৫), মামুন (২০), গোলাপ মিয়া (৬০), ওয়াজিত (৫০), শিবলু (৩০), আবু তাহের (৬০), জুলহাস (২৫), বাবুল (৩৫), পলাশ (১৫), আবু মিয়া (৫০), আফজল (৪০), নুরুল আমিন (১৭) ও আব্দুল আহাদকে (৩৫) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ও প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হলদারপুর গ্রামের ফুল মিয়ার ছেলে শোয়েব মিয়া মঙ্গলবার (৯ ফেব্রয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় একই গ্রামের সজলু মিয়ার ছেলে রুবেল মিয়ার দোকানে বাকিতে মোবাইল ফোনে রিচার্জ করতে যান। এতে রুবেল অপারগতা প্রকাশ করলে দু’জনের মধ্যে কিছু বাক-বিতন্ডা হয়। বিষয়টি নিয়ে দু’পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করতে থাকে। রাতেই উভয় পক্ষ দল পাকাপাকি কাজ গুটিয়ে নেন এবং রাত পোয়ালেই সংঘর্ষের প্রস্তুতির ঘোষনা দেন। বুধবার সকালসাড়ে ৭টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র সাজে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয়পক্ষের উল্লেখিত সংখ্যক দাঙ্গাবাজ আহত হয়। বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, খরওে পেয়ে তার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে দাঙ্গাবাজদের নিয়ন্ত্রন করে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংর্ঘষে আশঙ্কা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।