হামিদুর রহমান,মাধবপুর থেকে:
দুই হাত এক পা ছাড়া , চোখে টিউমার এই রকম অদ্ভুত ছেলে(শিশু) জন্ম গ্রহন করেছে। এখনও সুস্থ আছেন মা , ছেলে। শিশুটিকে দেখতে শত শত লোক ভিড় করছে কৃষক শামছুল হকের বাড়িতে। গত বুধবার(৪ই ফেব্রুয়ারী) ভোর রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের শামছুল হকের স্ত্রী তাহমিনা বেগমের কুল জুড়ে এই রকম এক শিশু পুত্রের জন্ম হয়। এই খবর শুনে স্থানীয় লোকজন ভীড় করেন শিশুটিকে এক নজর দেখার জন্য। অনেক কষ্টে সামাল দিতে হচ্ছে লোকজনদের। এক সপ্তাহ আগে শিশুটির জন্ম হলেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে পারছে না শামছুল হক।
সামছুল হকের স্ত্রী তাহমিনা বেগম বলেন, এটা আমাদের কপাল। আল্লাহ দিয়েছে কি আর করবো ?এই অদ্ভুত শিশুটির বাবা শামছুল হক বলেন, আমরা গরীব মানুষ। উন্নত চিকিৎসা করে আমার সন্তান কে ভাল করতে চাই। এই জন্য সবার সহযোগীতা প্রয়োজন।