বদরুল আলম চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রত্যেক ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন৷ এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে সমর্থকদের নিয়ে হাট বাজারে চায়ের আড্ডা, সভা, সমাবেশ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ। আগাম নির্বাচনীয় প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। নির্বাচনের তারিখ নির্ধারণ না হলেও বিভিন্ন অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মাঝে আলোচনার ঝড় বইছে।
ইউনিয়ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দল আওয়ামী লীগ,জাতীয় পার্টি ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।গতকাল তেমনি
একজনের সাথে দেখা মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের সম্ভাব্য আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিক্ষক (আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়) জনাব,নূরুল হক।
তিনি বলেন,মানুষের ভালবাসা পারে মানুষকে পরিরর্তন করে তুলতে। আমি যদি মানুষের ভালবাসা না পেতাম আজ এই
জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতামনা।
মানুষের ভালবাসা একমাত্র শক্তি যা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তিনি বলেন ১৯৮১ ইংরেজি থেকে কলেজে থাকাকালীন সময়ে তিনি ছাএলীগের
রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং ৮০’র দশকের মাঝামাঝি সময় থেকে অদ্যাবধি পর্যন্ত ৫নং আখাইলকুড়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের
দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি পড়ালেখা শেষে স্থানীয় কাজির বাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভগ্নদশা অবস্থায় বিনা পারিশ্রমিকে দীর্ঘকাল শিক্ষকতা সহ বিভিন্ন সামাজিক,
সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সাথে জড়িত ছিলেন। বর্তমানে কাজির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি মৌলভীবাজার জেলার নেতাকর্মীদের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে শ্রদ্ধার সাথে স্মরণকরেন মাটি ও মানুষের নেতা,বীর’মুক্তিযুদ্ধা প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী তিনি এমন এক মানুষ ছিলেন যা আমি আপনাকে বলে বুঝাতে পারবনা আমি ছিলাম উনার খুব কাছের স্নেহভাজন একজন।
তিনি বলেন মৌলভীবাজারের বর্তমান জেলা প্রশাসক বীর মুক্তিযুদ্ধা আজিজুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,মৌঃ বাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মসুদ আহমেদ,সাধারণ সম্পাদক আনকার মিয়া ও নবনির্বাচিত মেয়র ফজলুর রহমানসহ সকল নেতাকর্মীরা আমাকে স্নেহের সাথে দেখেন এবং সবাই আমাকে খুব বেশী ভালবাসেন স্নেহ করেন।সবার ভালবাসায় আমি মুগ্ধ তাদের সাথে রয়েছে আমার সুসম্পর্ক। উল্লেখ্য জনাব,নূরুল হক ৫নং আখাইলকুড়া ইউনিয়ন নির্বাচনে আওয়ামী
লীগ দলীয় প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। জেলা,উপজেলা ও ইউনিয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে দলীয় প্রধান নেতাকর্মীরা প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত
করবেন বলে দলীয় সূত্র জানায়। তাই তিনি বলেন জেলার সকল শীর্ষনেতারা যে ভাবে আমাকে ভালবেসেছেন স্নেহ করেছেন সেটা কখন ভূলার নয়।
এবার ইউনিয়ন নির্বাচনে আমাকে মনোনিত করে এলাকাবাসী উন্নয়ন করার সুযোগ দান করেন। উল্লেখ্য জনাব, নূরুল হক গত ২০১১ সালের নির্বাচনে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে অল্প ব্যবধানে পরাজিত হন।