মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের পল্লীতে তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মক্রমপুর ইউনিয়নের রাধাপুর গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার রাধাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে নুরুল আলম ওই সময় বাড়ির পার্শবার্তী হাওরে গরুর জন্য একই গ্রামের খুর্শেদ আলীর জমির আইলে ঘাস কাটতে যায়। তখন খুর্শেদ আলীর জমির আইলে কেন ঘাস কাটছে তা নিয়ে নুরুল আলমকে মারধোর করে খুর্শেদ আলমের লোকজন। এ খবর এলাকায় চাউর হলে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অনন্তত ১০ জন আহত হয়।
সংঘর্ষে আহতটেটাবিদ্ধ দুলাল মিয়া (২৮), কদ্দুছ আলী (৩৫), রিপন মিয়া (২০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পেটে টেটাবিদ্ধ দুলাল মিয়ার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।