চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোলগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার গোলগাঁও গ্রামের লুকু উদ্দিনের সাথে একই গ্রামের জাফর আলীর দীর্ঘদিন যাবৎ পূর্ব বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলা্ সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
সংঘর্ষে গুরুতর আহত আমিনা বেগম (৫৫), আলেমা বেগম (৪০), জাফর আলী (৬৫), কাছুম আলী (৩৫), আমিনুল হক (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যান্যদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।