বদরুল আলম চৌধুরী।। “আমরা মাটি ও মানুষের কথা বলে সবার আগে “এই কথাটি সামনে রেখে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের সুযোগ সুবিধা লক্ষে স্বাস্থ্য সেবা ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গত ০৮ ফেব্রুয়ারি রোজ সোমবার বিকাল ২ ঘটিকায় মৌলভীবাজার জেলা কাজীর বাজার অফিসে অনুষ্ঠিত হয় চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য সেবা। অনলাইন মিডিয়া গ্রুপ ও অনলাইন পত্রিকা অগ্রদৃষ্টির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক লেখক ও কবি ঢাকা স্কয়ার হাসপাতালের গাইনী এ্যান্ড অবস্ বিষয়ের অভিগ্রতাসম্পন্ন চিকিৎসক ডাঃ ফারহানা মোবিন। টেলি কনফারেন্সে স্বাস্থ্য সেবা প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি এবাদুল হকের সভাপতিত্বে, অনলাইন অগ্রদৃষ্টির মহাপরিচালক আ হ জুবেদের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অগ্রদৃষ্টির প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল এইচ জুসেফ,বিশেষ প্রতিনিধি বদরুল আলম চৌধুরী, ব্যুরো প্রধান এম বি সোহান বেগ,আল আমিন আহমদ হৃদয় প্রমুখ। এসময় মৌলভীবাজার জেলা অফিসের প্রায় অর্ধশতাদিক হতদরিদ্র অসহায়দের কে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।