এটিএম সালাম, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ও ঝাকজমক পূর্ণভাবে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখা’র নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকালে নির্বাচনী তফসীল ঘোষনা করেছেন গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী মাসুদুর রহমান।
ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ২৬ ফের্রুয়ারী শিক্ষক সমিতির নির্বাচন। আগামী ৯ ফের্রুয়ারী মনোনয়ন পত্র বিতরণ, ১১ ফের্রুয়ারী মনোনয়নপত্র গ্রহন, একই দিন বাছাই এবং ১২ ফের্রুয়ারী প্রত্যাহার ও একই দিন সন্ধ্যায় বৈধ প্রার্থীর তালিক প্রকাশ করার কথা রয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৯ পদে নির্বাচন অনুষ্টিত হবে।
এতে ৮ শত ১৬ জন ভোটার ( শিক্ষক-শিক্ষিক) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উক্ত নির্বাচনকে ঘিরে শিক্ষক সমাজসহ নবীগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনকে অবাধ, সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন করতে নির্বাচনে অংশ গ্রহনকারী সম্ভাব্য প্রার্থীরা বদ্ধপরিকর।
তফসীল ঘোষনা অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী নির্বাচন কমিশনার গৌতম কুমার চৌধুরী, রুহুল আমীন, তফাজ্জুল হক, তপন পাল, লাভলী বেগম, শিরীন ফাতেমা, আজিজুর রহমান চৌধুরী, শিক্ষক দিপ্তেন্দু নারায়ন রায়, শামীম আহমদ চৌধুরী, গোলাম রব্বানী, কৃপেশ চন্দ্র দাশ, মোঃ রুবেল মিয়া, বিপুল দেব, সাদিউর রহমান, আব্দুল ওয়াহিদ লাভলু, শাহীন বখত, গৌতম দে ও লোমেশ দাশ প্রমূখ।