লেখক : সৈয়দ শাহান শাহ্ পীর
বাঙ্গালীজাতী ভোলেনী
ভাষা আন্দোলনের দিন গুলি।
সেই আন্দোলনের শহীদদের
একুশ ফেব্র“য়ারী স্মৃতি রক্তের।
তাইতো সময়ের আবর্তে
বার-বারই ফিরে আসে ফেব্র“য়ারীর স্মৃতিতে ।
রক্তে রাঙ্গানো স্মৃতি
একুশ ফেব্র“য়ারী মাসটি।
এমাস ভাষার মাস
ভাষা আন্দোলনের মাস।
ফেব্র“য়ারীর প্রথম দিন থেকে
শেষ দিন পর্যন্ত অমীয়বাণী থাকে।
সংগীতের সেই বাণী
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্র“য়ারী।
বাঙ্গালীজাতী মাস জুড়ে ভালবাসা দিবে
বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাবে।
শ্রদ্ধা ও ভালবাসা তাদের দিকে
প্রাণ উৎসর্গকারী শহীদ তাদের দিকে।
এ মাসেই দেখা মিলবে
একুশ রাতের বৃন্তথেকে।
ছিনিয়ে আনা আলো ঝলমলে
এক সুন্দর সকালে।
অর্জন করেছিল এদেশ
লাল সবুজের বাংলাদেশ।
১৯৫২ সালের একুশে ফেব্র“য়ারী
রাষ্ট্রভাষা বাংলারদাবীতে।
রক্তদেয় সালাম, জব্বার, শফিক
বরকত আর রফিক।