সৈয়দ শাহান শাহ্ পীর : আমাদের ছোট নদী নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথের এ কবিতার সাথে যেন মিলেগেছে সুতাং নদীর চিত্র। তবে বৈশাখ নয়, বর্ষা কালসহ তিন চারটি মাস ছাড়া প্রায় বছরেই হাটু পানি থাকে সুতাং নদীতে।
তাই হেঁটে পার হওয়া যায় এ নদীটি। নৌযান চলাচল করাতো দূরের কথা। বছর বছর তল দেশে ভরাট হয়ে যাওয়ায় হারাতে বসেছে তার ঐতিহ্য। এক সময় দূর দূরান্ত থেকে সুতাং নদী হয়ে ব্যবসায়ীরা আসতেন বাণিজ্য করার জন্য। কিন্তু এখন আর সেই দৃশ্যই নেই।
বর্ষায় দু’কূল ছেপে আসে বন্যা। ভাঁঙে আবাদি জমি, ঘরবাড়ি আর নিঃস্ব হয় শত-শত পরিবার। নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করতো তারা এখন অসহায়। পানি প্রবাহ কমে যাওয়ায় সুতাং নদীতে পূর্বের মত আর মাছ নাই।
জেলেরা পেশা পরিবর্তন করতে বসেছেন প্রায়। অন্যদিকে জেলেরা যে কয়েকটি পানি প্রবাহ মাস পান সে মাসগুলিতে আবার পার্শ্ববর্তী মিল কল-কারখানার বর্জ্যে দূষণে মাছ মরার কারণে সেটাও একটি নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। যার ফলে সুতাং নদীতে একদিকে যেমন খননের অভাবে পানি থাকে না, ব্যবসা বাণিজ্যের নৌযান চলাচল হয়না, মাছ জন্মেনা অন্যদিকে বর্জ্যের কারণে সুতাং নদী একেবারেই মৃতপ্রায়। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট মহল প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে প্রত্যাশা।