মোঃ রহমত আলী ॥ সাম্প্রদায়িকতা, জঙ্গীবাজ ও লুটপাটতন্ত্রের বিরুদ্ধে গ্রামীন জনগোষ্ঠীকে জেগে উঠার আহবান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির উদ্যোগে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বিভিন্ন অঞ্চলে পদযাত্রা ও হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে এ কর্মসূচী পালন করা হয়। সোমবার বেলা ২টা থেকে শুরু হয়ে রাজার বাজার, বাসুল্লাবাজার, ভুলারজুম বাজার ও নালমূখ বাজারে এসে সভা করে শেষ হয়।
এ সকল হাটসভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, চুনারুঘাট শাখার সাধারণ সম্পাদক কমরেড আঃ রশিদ জেলা কমিটির অন্যতম নেতা কমরেড আব্দুল হক মামুন, আরিফুর রহমান জিতু, মোহাম্মদ আলী, লিয়াকত আলী, ছাত্র ইউনিয়ন নেতা আক্তার হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ দ্বি-দলীয় রাজনীতির মেরুকরণের বাহিরে বাম গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটানোর জন্য গ্রামের মানুষকে জেগে উঠার আহবান জানান। বক্তাগণ আরো বলেন দুই দল জোট বেধে পালাক্রমে দীর্ঘদিন দেশ পরিচালনা করলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, আইনের শাসনও হয়নি।
নাগরিকরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত। ৮০ ভাগ গরীব কৃষক মেহনতি মানুষের ভাগ্য বদল হয়নি। শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রীক মানুষের ভাগ্য বদল হয়েছে। সুশাসনের পরিবর্তে তারা সন্ত্রাস ও লুটপাটতন্ত্র চালু করেছে। তাই এই পঁচাগলা রাজনীতির বিপরীতে ন্যায় ভিত্তিক, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামে অংশগ্রহণের প্রস্তুতি নেয়ারও আহবান জানানো হয়। তাই গ্রামে গ্রামে একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি গঠন করা দরকার।