সৌদিআরব প্রতিনিধি : বন্ধুর সরলতার সুযোগ নিয়ে সবকিছু হাতিয়ে নিয়ে সৌদি আরব থেকে পালিয়েছেন রাসেল নামের এক যুবক। পলাতক রাসেল নোয়াখালি জেলার চাটখিলের খিলপাড়া ইউনিয়নের ছোট্টজীব নগর গ্রামের এমরান উল্লার ছেলে।
জানা গেছে, সৌদি আরবের রিয়াদে বন্ধু মান্নানের ব্যবসায়ী অংশীদার ছিলেন রাসেল। গত দুবছর ধরে ব্যবসার মাধ্যমে রাসেল-মান্নানের বন্ধুত্ব আরো গভীর হয়। বেড়ে যায় রাসেলের ওপর মান্নানের বিশ্বাসের মাত্রাও। কিন্তু মান্নানের বিশ্বাসের ঘরে আগুন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সব মাল বিক্রি করে প্রায় ৩ লাখ রিয়েল নিয়ে সৌদি থেকে পালিয়ে যান রাসেল।
কিছুদিন আগে মান্নান রাসেলের কাছে মালামালসহ ব্যবসা প্রতিষ্ঠাটি বুঝিয়ে দিয়ে কয়েক মাসের জন্য দেশে যান। মান্নান দেশে যাওয়ার পরপরই বের হয়ে আসে বন্ধুর আসল চেহারা। দোকানে থাকা ল্যাপটপ, কম্পিউটার, নোটবুক, প্যাডসহ সব পণ্য ন্যায্য মূল্যের চেয়েও অনেক কম দামে বিক্রি করে ২ মাসের মধ্যে দোকান খালি করে ফেলেন রাসেল। প্বার্শবর্তী দোকানিরা জানতে চাইলে তাদের বলা হয় দুবাই থেকে নতুন কিছু মাল আসার কারণে পুরোনো মাল খালি করতে হচ্ছে।
শুধু তা-ই নয় নতুন মডেলের কিছু ল্যাপটপ, প্যাডের ছবি দেখিয়ে অন্য মার্কেটের বেশ কয়েক জনের কাছ থেকেও টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে রাসেলের ওপর।
এদিকে রাসেল একাই দোকানের মালামাল সরিয়ে ফেলছে এমন খবরে মান্নানের কানে গেলে মান্নান ছুটি শেষ হওয়ার আগেই চলে আসার সিদ্ধান্ত নেন। মান্নান চলে আসার আগেই রাসেল দোকানের বাকি মাল নিয়ে লাপাত্তা হয়ে যান। পরে খবর নিয়ে দেখা গেছে রাসেল সব মালামাল বিক্রি করে প্রথমে দুবাই, তারপর দেশে চলে আসে। এ অবস্থায় অসহায় মান্নান রাসেলের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হন।
পরে অন্য মার্কেটের ব্যবসায়িদের সিদ্ধান্তে মান্নান ব্যাপারটি রিয়াদস্থ বাংলাদেশি সাংবাদিকদের জানান। রাসেলকে খুঁজে বের করে ক্ষতি পূরণ আদায়সহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান ক্ষতিগ্রস্থ মান্নান।