এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে নির্বাচনী বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পারভেজ আহমেদ (৩০) নামের এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের আব্দুল হেকিমের পুত্র।
আহত সুত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনে সে বর্তমান চেয়ারম্যান সাহেব আলীর পক্ষে প্রচারণা চালিয়েছিল। এ কারণে পরাজিত চেয়ারম্যানের পক্ষে আব্দুল কাদিরের পুত্র শাহ আলম ও তার দলবল ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার বিকালে দেবপাড়া বাজারে পারভেজকে একা পেয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করে।
তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।