জাবেদ ঠাকুর, বানিয়াচং : বানিয়াচং চৌধুরী বাজার এলাকায় অফিসের আওতাধীন ৩নং দক্ষিন পূর্ব ইউনিয়ন পরিষদের সভা কক্ষে জেন্ডার কর্মসূচীর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয় জেন্ডার কর্মসূচীর কর্মসূচী সংগঠক প্রবীন কুমার ভক্তের পরিচালনায় ও ৩নং ইউ পি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয় প্রধান অতিথি চৌধুরী বাজার এলাকা অফিসের এলাকা উন্নয়ন সমন্নয় কারী মোঃ তোফায়েল হুসেন তার বক্তবে ৩নং ইউনিয়নের সংগটিত কর্মসূচির চিএ ও তথ্য তুলে ধরেন সভাপতির স্বাগত বক্তবের পর মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ৩নংইউ পির সদস্য ওএলাকার উপকার ভোগী জনগন বক্তরা কর্মসুচী শুরু হওয়ার পূবর্ের এলাকার অবস্তার ও বতর্মান অবস্থার চিএ তুলে ধরেন এবং ব্র্যাকের কার্যক্রমে তারা সন্তোষ্টি প্রকাশ করেন ভবিষ্যতে ত্র কার্যক্রম চালিয়ে রাখার আশা ব্যাক্ত করেন উক্ত সভায় আরও বক্তব্য রাখেন জীবন কুমার রায় এস এস ফিসারীজ মোহাম্মদ হেলাল উদ্দীন এস এস এগ্রিকালচার এন্ড লাইভষ্টোপ