এম এ আই সজিব ॥ হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট মোঃ সিরাজুল হক চৌধুরীকে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকালে নবীগঞ্জ উপজেলার পানি উমদা ইউনিয়নে রইছগঞ্জ বাজারে এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি এডভোকেট মোঃ সিরাজুল হক চৌধুরী।
সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে এবং কামাল আহমেদ ও সাফিজুল রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম চৌধুরী, হাইকোর্টের আইনজীবি এসএম মাজু, মুক্তিযোদ্ধা বশীর আহমেদ, রইছগঞ্জ বাজারের সেক্রেটারী আব্দুল আওয়াল, যুক্তরাজ্য প্রবাসী মোঃ সামছুল হক, শাহানুর তালুকদার, জিতু মিয়া মেম্বার, হারুন মিয়া, দুদু মিয়া, জাকির হোসেন, আব্দুল মন্নান, ডাঃ আব্দুর রহিম, শেখ রাজন মিয়া, রঙ্গু মিয়া প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জাকির হোসেন। সভায় ৫ গ্রামের সহস্রাধিক লোকের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের আগে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন গ্রামবাসী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামে যে কোন সমস্যা সমাধানে সব সময় তিনি তাদের পাশে থাকবেন।