এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি রেলওয়ে স্টেশনটি দীর্ঘদিন বন্ধ থাকায় এটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এছাড়া তেল চোরাকারবারীরা এ স্টেশনটিকে নিরাপদ স্থান হিসেবে বেঁেচ নিয়েছে। প্রতিদিন সুতাং থেকে সাটিয়াজুরি রেলস্টেশন ও রশীদপুর পর্যন্ত রেলওয়ে স্টেশনে মালবাহি ট্রেনের তেল চুরি করে লরি দিয়ে পাচার করা হচ্ছে।
সংবাদ প্রকাশের পর চোরাকারবারীরা নিত্য নতুন কৌশলও অবলম্বন করছে। লোকজনের সন্দেহ এড়াতে তেলবাহি ট্রেনের ইঞ্জিন রুম থেকে সরু পাইপ দিয়ে তেল বের করে লরীযোগে বিভিন্নস্থানে নিয়ে যাচ্ছে। প্রতিদিন শত শত লিটার তেল পাচার হচ্ছে। ইতিপূর্বে স্থানীয় পত্রিকায় শায়েস্তাগঞ্জ ও সুতাং রেল ষ্টেশন থেকে অসাধু রেল কর্মচারির যোগসাজশে লাখ লাখ টাকার তেল চুরি সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎতপরতায় কিছুদিন তা বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমানে ওই চক্রটি আবারো সক্রিয় হয়ে উঠেছে। সূত্র জানায়, এই চোরাই তেল সিন্ডিকেট এবার সাটিয়াজুরি এলাকার পরিত্যক্ত রেলওয়ে স্টেশনটিকে বেঁছে নিয়েছে।
গতকাল সরেজমিনে সাটিয়াজুরি রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন থেকে তেল চুরির তেলবাহি লরীতে করে তেল চুরি করে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত। স্থানীয়দের অভিযোগ ওই স্টেশনে কোন ট্রেন থামানোর কোন নিয়ম না থাকলেও প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৌশলে মিনিট দশেক ট্রেন থামিয়ে লরীর মেশিন দিয়ে ট্রেনের ইঞ্জিন থেকে শত শত লিটার ডিজেল খোলে নিয়ে যাওয়া হচ্ছে।