নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী গত সোমবার দুপুরে পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের হরিপুর গ্রামে রহিম উল্লার বাড়ির সামন থেকে শাখা বরাক নদীর পাড় পর্যন্ত প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে একটি পাইপ লাইনের ড্রেন নির্মাণ কাজের উদ্ধোধন করেছেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সংশ্লিষ্ট কাউন্সিলর ও নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম, সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, সার্ভেয়ার আবু মুছা, ঠিকাদার গৌরা১⁄২ রাউত, হরিপুর গ্রামের মুরুব্বী রমিজ আলী, শাহ আলম, ছুরত আলী প্রমূখ।