নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক সম্ভাব্য মনোনয়নের জন্য আবেদন কায়েদ চেয়ে চেয়ারম্যান প্রার্থী তরুন সমাজ সেবক আবুল খয়ের কায়েদ। তিনি নবীগঞ্জ গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে গত শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া’র হাতে আবেদন পত্রটি জমা দেন।
স্থানীয় ইউপি বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে আবেদন পত্র জমা দান কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, ইউপি বিএনপি নেতা আব্দুস ছালাম, আজাদ মিয়া, হুমায়নি কবির বকুল, যুবদল নেতা সাদিকুর রহমান, সুপু মিয়া, জিগির মিয়া, গোলাপ উদ্দিন, আনফাল মোঃ আলফাজ, লেবু মিয়া, জামাল মিয়া, টিটু মিয়া, ছাত্রদল নেতা এমএ মুহিত, ছালেহ আহমদ ওয়াশিম, মিজানুর রহমান, রুহেল মিয়া, ওয়ালিদ ও কৃষ্ণ দেব প্রমূখ। এ সময় নেতৃবৃন্দ নিজ এলাকায় কাজ করার জন্য পরামর্শ দেন।
এ ব্যাপারে আবুল খয়ের কায়েদ জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির পতাকা তলে থেকে রাজপথে সক্রিয় ভুমিকা রেখেছেন। এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন। দল তাকে মনোনয়ন দিলে নিশ্চিত বিজয় এনে দলকে ওই ইউনিয়নের আসনটি দলকে উপহার দিতে সক্ষম হবেন।
এছাড়া দলীয় নেতাকর্মীরাও আসন্ন ইউপি নির্বাচনে তাকে প্রতিদ্বন্ধিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।