চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামশ্রী আলাপুর গ্রামে মুন্সী সমাজ কল্যান ফাউন্ডেশন ও মানযারে মাদিনা রাহমানিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় এ মাদ্রাসার শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, অধ্যাপক এমদাদুল হক, আলহাজ্ব মাওলানা সোলায়মান খাঁন রাব্বানী, অধ্যাপক শহিদুল ইসলাম, ডাঃ মোঃ আঃ ওয়াহিদ, মাওলানা আজিজুল ইসলাম খাঁন, অধ্যক্ষ গোলাাম সারোয়ারে আলম, সাংবাদিক এসএম সুলতান খাঁন প্রমুখ। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব আতাউর রহমানের অর্থায়নে এ মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে।