মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি ॥ নাসিরনগরে বিষ্ণু সরকার (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে । পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় , উপজেলার বুড়িশ্বর ইউনয়িনের আলাকপুর গ্রামের মৃত লক্ষীকান্ত সরকারের ছেলে বিষ্ণু সরকার মঙ্গলবার বাড়ি থেকে র্কীতন শুনার জন্য বাঘী গ্রামে যায়। র্কীতন শুনার শেষে আত্বীয়বাড়িতে যাওয়ার সময় স্থানীয় সুনিল মল্লিকের ছেলে কলেজ পড়–য়া অদৈত্য মল্লিক(২২) ও তাঁর লোকজন পূর্বশত্রুতার জের ধরে তাকে আটক করে পিটিয়ে আহত করে। আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার তার অবস্থার অবনতি ঘটলে বিষ্ণু সরকারকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যায়। এঘটনায় নিহতের ভাই হরিদাস সরকার বাদি হয়ে ৫জনকে আসামী করে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদৈত্য মল্লিককে(২২) গ্রেফতার করেছে। আজ শনিবার সকালে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছে।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।