চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে ৩ হাজার অস্বচ্ছল শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর।
শুক্রবার দুপুরে চানপুর চা বাগান নাচঘরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ বরখত খান, সহ সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার, আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক মজুমদার আব্দুল মালেক ও এএইচ মনির হোসেন।
এ সময় এক শ্রমিক সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের দুঃখ লাঘবে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার পথ অনুসরণ করে চা শ্রমিকসহ দেশের আপামর জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন।
এ সময় চুনারুঘাট ও মাধবপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।