এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হকার্স মার্কেট এলাকায় দেনাদারের হামলায় পাওনাদার ও তার স্ত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, অনন্তপুর এলাকার বাসিন্দা হাসপাতাল এলাকার চা দোকানদার রিয়াদের কাছ থেকে তার বন্ধু করিম টাকা হাওলাদ নেয়। ওই সময় রিয়াদ ও তার স্ত্রী কুলসুমা আক্তার টাকা ফেরত চাইলে ক্ষিপ্ত হয়ে করিম ও তার লোকজন তাদেরকে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে কুলসুমা সদর থানায় মামলা করেছে।