মোঃ রহমত আলী ॥ উচাইল-চারিনাও গ্রামে মাটি কাটার শ্রমিক ও জমির মালিকের মধ্যে ২ ঘন্টার ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জহুর আলী (৭০), ইংরাজ বিবি (৩৫), অনজু বেগম (৩৫), সুনাই মিয়া (৫০), হিরাজমিয়া (৭০), মোশাররফ হেসেন (৭০), জালাল মিয়া ( ৩৫), মাসুম মিয়া (২৯)সিরাজ আলী ( ৬৫) ও আব্দুল আউয়াল (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতারে ভর্তি করা হয়েছে।
অনান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, হবিগঞ্জ সদর উপজেলার ওই গ্রামের জহুর আলীর একটি পুকরের মাটি বিক্রি করেন একউ গ্রামের মাটি কাটার ঠিকাদার শাহজাহান মিয়ার নিকট। শুক্রবার সকালে চুক্তির নিয়মে শাহজাহান ট্রাক দিয়ে পুকুর থেকে শ্রমিক দ্বারা মাটি উত্তেলনের কাজ শুরু করেণ। কিছুক্ষণ পর পুকুরের মালিক জহুর আলী জানান এক ট্রাক মাটি বেশি নেয়া হয়েছে এটি টাকা তিনি পান নাই। এ নিয়ে ঠিকাদার ও জহুর আলীর মধ্যে বাকবিতন্ডা দেখা দেয়।
এক পর্যায়ে দু’জনের মাঝে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি তার সংঘাতের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে দু’জনের আত্মীয় স্বজনদের মধ্যে জানাজানি হলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলাকালিন সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। স্থানীয় লোকজন ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেণ।