হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে ৩৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান,বিজিবি নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্ত্বিতে শুক্রবার ভোর রাতে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামে অভিযান চালিয় পরিত্যক্ত অবস্থায় ৩৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।
উদ্ধারকৃত মদের অানুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৮শ ৪০ টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত মদ মাদক নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে।