স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে স্ত্রী তালাক না দেয়ায় ভাইদের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছে।
গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল আওয়ালের স্ত্রী ৬ মাসের অন্তঃস্বত্তা জাহানারা (৩৫) কে তালাক দিতে আওয়ালের ছোট ভাই জাহির মিয়া চাপ সৃষ্টি করে। এতে আওয়াল রাজি না হলে ওই সময় মৃত আব্দুর রহিমের পুত্র জাহির মিয়া, সাইদুল মিয়াসহ একদল লোক আওয়ালের বসতঘরে প্রবেশ করে তার স্ত্রী জাহানারাকে মারপিট শুরু করে।
এ সময় আওয়াল বাঁধা দিলে তাকেও মারধর করে। এতে স্বামী-স্ত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় গতকাল বৃহস্পতিবার তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।