স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণডোরা পটিয়া গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী ও তার মাকে প্রহার করে আহত করেছে একদল লম্পট। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের সহিদ মিয়ার কন্যা রোজিনা আক্তার (১৬) কে প্রায়ই কুপ্রস্তাব দিতো মানিক মিয়ার পুত্র মনির মিয়া (২৫)। এতে রোজিনা রাজি না হলে মনির ক্ষিপ্ত হয়ে উঠে। ওই দিন রোজিনাকে একা পেয়ে মনির জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় রোজিনার চিৎকারে মা আবেদা বেগম (৪৫) এগিয়ে এলে মনির, সেলিম, খায়েরসহ একদল লম্পট তাদেরকে প্রহার করে। এতে তারা আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।