নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদক পাচারকালে ১৭ লিটার চুলাই মদসহ মাদক ব্যবসায়ী রাজকুমার দাস (৩৫) কে আটক করেছে পুলিশ।
জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর মুচি পাড়ায় প্রতিদিন শতশত লিটার চুলাই উৎপাদন করে উপজেলা সদরসহ নৌ-পথে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীেদর মাধ্যমে পাচার করত।
বৃহস্পতিবার বিকালে শাহনগর মুচি পাড়া থেকে মাদক ব্যবসায়ী রাজকুমার দাস (৩৫) কে ১৭ লিটার চুলাই মদ পাচারকালে আজমিরীগঞ্জ থানার এস আই হুমায়ূন কবীরের নেতৃত্বে একদল পুলিশ চরবাজারের লঞ্চ টার্মিনাল ঘাটে অভিযান চালিয়ে ১৭ লিটার চুলাই মদসহ মাদক ব্যবসায়ী রাজকুমার দাসকে আটক করে। পুলিশের অভিযানে অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
আটক মাদক ব্যবসায়ী রাজকুমার দাসের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় মাদকদ্রব্য অাইনে মামলা দায়ের হয়েছে। সে উপজেলার বদলপুর ইউনিয়নের দিঘলবাগ গ্রামের শুকুমার দাসের পুত্র।