এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের ব্যাণিজিক এলাকায় আর এ জোন মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দিনভর অভিযান চালিয়ে ৩ চোরকে আটক করেছে। আটকৃত চোররা হল : শহরের নাতিরাবাদ এলাকার থেকে বাবুল মিয়ার পুত্র মনির হোসেন (২২), মৃত আলম মিয়ার পুত্র মতিউর রহমান (২০) ও মৃত রমিজ আলীর পুত্র সবুজ মিয়া (২২)।
জানা যায়, ওই এলাকার আর এ জোন মোবাইল ফোনের দোকানে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে দোকানের পেছনের দিক দিয়ে একদল চোর প্রবেশ করে। চোররা দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ওই দোকানের মালিক রুবেল চৌধুরী বুধবার সকালে এসে দোকানের সাটার খুলে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এর প্রেক্ষিতে বুধবার দিনভর সদর থানার এসআই মিজানুর রহমান ও চৌধুরীবাজার পুলিশ ফাঁড়ির নায়েক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নাতিরাবাদ কুতুবের কলনী থেকে ৩ চোরকে আটক করে।