নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে। আহতদের মধ্যে ১ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সূত্রে জানাযায়, উপজেলার কায়স্থগ্রামের আবুল হোসেনগংদের সাথে একটি মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ দিনধরে একই গ্রামের মোস্তাকিম, ইউসুফগংদের বিরুধ চলে আসছিল। য়স্থগ্রামের নিকটস্থ হাওরের ঘাটিয়া বিলে আবুল হোসেন ও মোহাম্মদ আলী মাছ ধরতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে মোস্তাকিমগংরা বিলে গিয়ে মাছ ধরতে বাধা প্রদান করে। এ সময় উভয় পক্ষের লোকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এসময় মোস্তাকিম ইউসুফগংরা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার খবর পেয়ে মতব্বির মিয়া এগিয়ে আসলে তার উপরও হামলা চালানো হয়। হামলায় আহত- মোহাম্মদ আলী (২৫)কে সিলেট সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও মতব্বির মিয়া(৩৫), আবুল হোসেন (২৪) কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং অন্যান্য আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।