মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার উপদেষ্টা সম্পাদক ডা. সি এম দিলওয়ার রানা গুরুত্বর অসুস্থ হয়ে ঢাকার বারডেম হসপিটালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তিনি গত রবিবার রাতে নিজ বাসায় অসুস্থ হঠাৎ অসুস্থ্যতা অনুভব করলে তাঁকে বারডেম হসপিটালে ভর্তি করা হয়। তাঁর হার্ডে ব্লক ধরা পড়েছে বলে পরিবার সূত্র মাধ্যমে জানা যায়।
আগামী শনিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লী হসপিটালে নেয়া হবে। অসুস্থতার খবর পেয়ে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিসুর রহমান আদিলসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে দেখার জন্য হাসপাতালে ভীড় জমান।
সম্পাদক মহোদয় ও পরিবারের পক্ষ হতে তাঁর সুস্থতার জন্য হবিগঞ্জসহ সমগ্র দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। ডা. সি এম দিলওয়ার রানার দ্রূত সুস্থতার জন্য কমলপুর আলহাজ্ব তহুরা বেগম হাফিজিয়া মাদরাসায় কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া করা হয়।