এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর বাইপাস সড়কে গৃহপরিচারিকাকে মারপিট করে শীলতাহানির অভিযোগে সাবেক সেনা সদস্য আব্দুন নুর কদ্দুছ (৪০) কে আটক করেছে পুলিশ।
সে বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের মৃত সওদাগর আলীর পুত্র ও আনোয়ারপুর এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকালে সদর থানার এসআই কৌশিক তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আনোয়ারপুরস্থ তার বাসা থেকে তাকে আটক করে।
মামলার বিবরণে জানা যায়, সিনেমা হল এলাকার বাসিন্দা হেলাল মিয়ার স্ত্রী গৃহপরিচারিকা রেনু আক্তার (২৫) কে ৪ জানুয়ারি সন্ধ্যায় আনোয়ারপুর এলাকায় একা পেয়ে তার শীলতাহানির চেষ্ঠা করে। পরে ব্যর্থ হয়ে তাকে ও তার শিশু কন্য কে মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রেনু বাদি হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে।