এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে বাড়ি ও জিনিসপত্র পুড়িয়ে দেয়ার ঘটনার অন্যতম আসামী তাহির মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সে নিজামপুর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র। সোমবার দুপুরে সদর থানার এসআই ছানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, প্রতিবেশী বাবুল খানের বাড়ি পুড়িয়ে দেয়ার মামলার অন্যতম আসামী তাহির। এ ব্যাপারে বাবুল বাদি হয়ে মামলা দায়ের করে।