মোস্তাকিম বিল্লাহ ॥ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার ফাঁড়ি এলাকা থেকে একটি টমটম নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে। গত রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই টমটমের মালিক একে কাওসার বাদি হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় তার টমটমটি তার নিয়োজিত চালক সোহেল যাত্রী নিয়ে চৌধুরীবাজার ফাড়ির সামনে আসে। এ সময় ৮ থেকে ১০ জনের একদল যুবক চালককে ভয় দেখিয়ে টমটম নিয়ে চম্পট দেয়। পরে দুর্বৃত্তরা টমটম মালিক কাওসারের নিকট ৫০ হাজার টাকা দাবি করে জানায় টাকা দিলে টমটমটি ফেরত দেয়া হবে।