মোস্তাকিম বিল্লাহ ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে অপচিকিৎসায় আলমগীর হোসেন (৮) নামের এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হাসপাতাল থেকে তড়িগড়ি করে লাশ নিয়ে যাওয়ায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রের পিতা আমজাদ আলী জানান, গত মঙ্গলবার মাদ্রাসা থেকে আসার পথে সে রাস্তায় হোচট খেয়ে পড়ে যায়। ইমামবাড়ি বাজারের এক হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে ঔষধপত্র ও ইনজেকশন দেয়। দিনে দিনে তার অবস্থার অবনতি হতে থাকে।
দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এদিকে ওই গ্রামের কতিপয় মাতব্বর তড়িগড়ি করে লাশ নিয়ে যায় হাসপাতাল থেকে। এ সময় আমজাদ আলী জানান, তার পুত্র অপচিকিৎসায় মারা গেছে।