মোস্তাকিম বিল্লাহ ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পইল গ্রামে কামড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী ডলি বেগমের সাথে প্রতিবেশী আব্দুল কদ্দুছের স্ত্রী নেহার খাতুনের বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে সোমবার ওই সময় নেহার খাতুন, ডলি বেগমকে কামড়াতে থাকে। এক পর্যায়ে ডলি (২৫) রক্তাক্ত হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ডলি, নেহার (৩৫), সুজেনা (১৪) ও শাহেনা (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।