মোস্তাকিম বিল্লাহ ॥ শহরের মোহনপুর এলাকায় কলেজছাত্রীকে মারপিট করে আহত করার ঘটনার অন্যতম আসামী বিলাল মিয়া (৩০) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সে ওই গ্রামের হাসান উলার পুত্র।
সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। আসামীপক্ষে ছিলেন এডভোকেট নুরুজ্জামান।
মামলার বিবরণে জানা যায়, ২৮ জানুয়ারি দুপুরে ওই এলাকার মৃদুল মিয়া, বিলাল মিয়া ও জনি মিয়াসহ একদল লোক সরকারি মহিলা কলেজের ছাত্রী তামান্না আক্তারের বসতঘরে প্রবেশ করে ভাংচুর ও তাকে মারপিট করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা তিনকোনা পুকুর পাড় এলাকার ব্যবসায়ী আব্দুল মন্নান বাদি হয়ে থানায় মামলা করলে সোমবার সে হাজির হয়। এ ছাড়া এ মামলার প্রধান আসামী মৃদুল এখনো পলাতক রয়েছে।