এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর গ্রামে যৌতুকের জন্য জেসমিন আক্তার (৩২) নামের এক গৃহবধুকে প্রহার করেছে জুয়াড়ি স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেসমিন উপজেলার শরিফাবাদ গ্রামের নোয়াব আলীর কন্যা। আহত সুত্রে জানা যায়, ১০ বছর পুর্বে বাতাসর গ্রামের জহুর আলীর পুত্র আব্দুল মতিন (৩৫) এর বিয়ে হয়।
বিয়ের পর তাদের কোলজুড়ে তিনটি সন্তান জন্ম গ্রহণ করে। প্রায়ই জুয়াড়ি স্বামী মতিন যৌতুকের জন্য জেসিমিনকে মারধর করতো। পিতা নোয়াব আলী তার শেষ সম্বল জমি বিক্রি করে মতিনকে ৩ লাখ টাকা দেয়। রবিবার দুপুরে পুনরায় জেসমিনকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে। এতে সে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।