নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে উপজেলা ভিত্তিক বার্ষিক শবীনা খতম, ওয়াজ মাহফিল, ইমাম সম্মেলন ও জাতীয় শিশু কিশোর প্রতিযোগীতা এবং সনদ পত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামীক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার সোলেমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুর্শেদ আলম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, মাওলানা আঃ নুর, মাওলানা জয়নাল আবেদীন, শিক্ষক আলী আমজদ মিলন, নবীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক ও ৭১ নিউজ.টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, কয়েছ মাহদী।
নবীগঞ্জ উপজেলা বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার কয়েক শতাধীক শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে কিরাত্ব, হাম্দ, নাত ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় উত্তীর্ণদের ৬ বিভাগে ভাগ করে মোট ৫১ জনের মধ্যে সদন পত্র বিতরন করা হয়।