মুস্তাকিম বিল্লাহ ॥ বাহুবল উপজেলার নন্দনপুর সড়কে নিষিদ্ধ ট্রাক্টরের ধাক্কায় আশিক (৪৫) নামের এক মেম্বার গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার শিবপাশা গ্রামের মৃত লাবু মিয়ার পুত্র। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায় তিনি ওই সড়ক দিয়ে বাজারে যাবার পথে একটি বালুবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়।
এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জনতা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।