মুস্তাকিম বিল্লাহ ॥ বাণিয়াচং উপজেলার ২ মাছ ব্যাবসায়ী সকাল ১০ টার দিকে শহরের গার্ণীং-পার্ক এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বসান্ত।
জানা যায়, বাণিয়াচং উপজেলার আইরামোড় এলাকার ২ মাছ ব্যাবসায়ী সকালে মাছ বিক্রী করে টাকা ব্যাংকে রেখে বাড়ি যাবার সময় ঐ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন।
তাদেও মধ্যে ১ জনকে ছিনতাইকারীরা মারধরও করে। তাকে হবিগঞ্জ সদও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ২ মৎস্য ব্যাবসারা হলেন- বাণিয়াচং উপজেলার আইরামোড় এলাকার হরিপদ বাবুর পুত্র ওকিল বাবু (৩০), অপর জন একই এলাকার মৃত নব্দীপ দাশের পুত্র আনন্দ মোহন দাশ (৩৫)।
তারা জানান, ভোর সকালে তারা মাছ বিক্রী করে ব্যাংকে জমা রেখে কিছু টাকা নিয়ে বাড়ি যাবার রসময় এ ঘটনাটি ঘটে। এ সময় ওকিল বাবু কাছে থাকা ১টি মোবাইল ও ২২০০ টাকা এবং আনন্দ মোহন দাশ এর কাছে থেকে ১০.২০০ টাকা ও ১টি মোবাইল ছিনতাইকারীরা নিয়ে যায়।