এম এ আই সজিব ॥ আটককৃত গরু চোর সহিদের স্বীকারোক্তি অনুযায়ী বাহুবল থানা পুলিশ ৩টি গরু উদ্ধার করেছে। শুক্রবার রাত ৮টায় বাহুবল থানার এসআই সজিব দেব রায় ও সদর থানার এএসআই নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার আউশপাড়া গ্রামস্থ সহিদের বাড়ি থেকে ৩টি গরু উদ্ধার করে। সম্প্রতি ওই গ্রামের ময়না মিয়ার পুত্র আব্দুস সহিদ (৪০) সহ একদল চোর বাহুবল উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ওই গরুগুলো চুরি করে তার বাড়িতে রাখে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে আটক করে। পরে রিমাণ্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করলে গরুগুলো উদ্ধার করা হয়। বর্তমানে সহিদ পুলিশ হেফাজতে রয়েছে।