মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় এক নারী সহ ৩ জন আহত হয়েছে।শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রুবেল (১৭), জাহানারা(২৬), আন্নর আলী(২৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, জালুয়াবাদ গ্রামের ফজু মিয়া , সর্দার মিয়া, দিন ইসলাম , আরিফুল ইসলাম নামে কতিপয় প্রভাবশালী লোক পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের আনোয়ার আলীর বাড়িতে শুক্রবার সকাল ৮ টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।