স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামে এক বৃদ্ধকে অস্ত্রের মুখে জিম্মি করে জলমহাল থেকে মাছ ও জাল লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। তাদের অস্ত্রের আঘাতে ওই বৃদ্ধ আহত হয়েছে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের ইদ্রিছ মিয়া (৬৫) দেওয়ান নসরত রাজার ওয়াকফ্ স্টেটের জমি লীজ নিয়ে ওই এলাকার কুশিয়ারা নদীতে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি ওই জলমহালের উপর নজর পড়ে একই গ্রামের আব্দুল আহাদ, অহিদ মিয়া ও সাদিকুর রহমানসহ তার লোকজনের। এ ঘটনায় ইদ্রিস মিয়া তাদের বিরুদ্ধে মামলা করলে আদালত ওই জায়গার উপর নিষেধাজ্ঞা জারী করেন। তাছাড়া বানিয়াচং থানার ওসি উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসে বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন। কিন্তু দুর্বৃত্তরা এ আদেশ উপেক্ষা করে গত মঙ্গলবার তাদের সাথে থাকা আরো ২০-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই জলমহালে গিয়ে বৃদ্ধকে অস্ত্রের মুখে জিম্মি করে সমস্ত মাছ নিধন করে নৌকা ও জাল নিয়ে যায়। এ সময় বৃদ্ধকে তারা পিটিয়ে আহত করে ওইখানেই ফেলে যায়। বর্তমানে তাকে ও তার পরিবারকে প্রাণে হত্যার হুমকি দিচ্ছে বলেও উলেখ করেন।