স্টাফ রিপোর্টার ॥ আইজিপি পদক পেয়েছেন মাধবপুর থানার এসআই মমিনুল কর্মক্ষেত্রে সাহসীকতা ও বীরত্বপূর্ন অবদানের জন্য আইজিপি পদক পেয়েছেন মাধবপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম। পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ মহা-পরিদর্শক আইজিপি একেএম শহীদুল হক পিপিএম, বিপিএম এসআই মমিনুল ইসলাম কে আইজিপি পদক ব্যাচ পরিয়ে দেন। এর আগে তিনি সিলেট রেঞ্জে একটানা দশ বার সেরা এসআই নির্বাচিত হন।