আকিকুল ইসলাম, উচাইল থেকে : হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের অন্তর্গত উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন ২০১৬ সনের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।আজ দুপুরে স্কুল সংলগ্ন মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা জনাব মোঃ জহুর আলী ,পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আল আমীন মিয়া ও মাওলানা মোঃ আবুল কাশেম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃজিয়া উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হবিগঞ্জ সদর ও ইউনিয়ন যুবলগের সভাপতি জনাব আশারাফুল আলম মারুফ, এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, মৌলভী আব্দুল ওয়াহাব,আক্তারুন্নেছা খানম,মোঃ নজরুল ইসলাম,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুল হক, বীর মুক্তিযোদ্বা বজলুর রহমান, আব্বাস উদ্দিন ,মীর মুখলিছুর রহমান, প্রমূখ।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন উক্ত বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আক্তার। এস.এস.সি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হৃদয় মিয়া।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনো আশাফাকুল হক চৌধুরী ভাল ফলাফলের জন্য ছাত্র/ছাত্রীদের উৎসাহ দেন । উল্লেখ্য, আসন্ন ২০১৬ সনের এস.এস.সি পরীক্ষায় উক্ত বিদ্যালয় থেকে ৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।