বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাদল চন্দ্র পাল পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছি ৬৪ বছর।
২৭ জানুয়ারী বুধবার দুপুর পৌনে ১ টায় নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন যাবৎ শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় পুরান কালিকাপাড়া শ্মশানঘাটে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
সাবেক ইউ.পি সদস্য বাদল চন্দ্র পাল এর মৃত্যুতে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গভীর শোক প্রকাশ করেছেন।
চেয়ারম্যান মমিন বিকেলে পরলোকগত মেম্বার বাদল পাল এর বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবার পরিজনের সাথে সাক্ষাতে শান্তনা ও সমবেদনা প্রকাশ করেছেন।